ছাতক হাসাপাতালে রেকর্ড সংখ্যক প্রসূতির নরমাল ডেলিভারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৬:২৩:১৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্য সেবার অগ্রযাত্রায় ও অত্যাধুনিক মাতৃসেবার ক্ষেত্রে এক মাসে রেকর্ড পরিমাণ প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব কার্যক্রম সম্পন্ন করেছে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের ইতিহাসে গত অক্টোবর মাসে প্রথমবারের মতো ১০১ জন প্রসূতি মায়ের স্বাভাবিক ডেলিভারি করতে সক্ষম হয় সরকারী স্বাস্থ্যসেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান। দিনটিকে স্মরণ করে রাখতে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তীসহ ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কমচারীবৃন্দ কেক কেটে উৎসব পালন করেন।
এদিকে, কৈতক হাসপাতালে অক্টোবর মাসে নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে ১৭৫টি।
জানা যায়, ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সেবার মধ্যে সিজারিয়ান ডেলিভারি, দন্ত চিকিৎসা, চক্ষু চিকিৎসা, ডিজিটাল এক্সরে, ল্যাব ডাইনেস্টিক, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঔষধের কেন্দ্র, গর্ভ পূর্ববর্তী ও পরবর্তী সেবা কেন্দ্র, আইএমসিআই কর্নার, ডটস্ কর্নার ও বৈকালিক চেম্বারে রোগিদের সেবা গ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী জানান, বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে ক্রমবর্ধমান উন্নয়নের ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে স্বাস্থ্যসেবার মান দিন দিন বাড়ছে। এ কারণে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমবারের মতো এক মাসে সর্বাধিক নরমাল ডেলিভারি করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আইসিইউ অ্যাম্বুলেন্সসহ তিনটি অ্যাম্বুলেন্স সক্রিয়ভাবে কাজ করছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি মুহিবুর রহমান মানিক এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।