বিএনপির তালাবন্ধ কার্যালয়ে চিঠি রেখে এলেন ইসির প্রতিনিধি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৬:৪৫:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপে অংশ নিতে বিএনপিকে চিঠি দিতে গতকাল বৃহস্পতিবার সকালে দলটির কার্যালয়ে গিয়েছিলেন নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি।
তবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবন্ধ থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করেও দলটির কারও হাতে চিঠি দিতে পারেননি তিনি। অবশেষে তালাবন্ধ ওই কার্যালয়ের কলাপসিবটল গেটের ফাঁক দিয়ে ভেতরে থাকা একটি চেয়ারের ওপর চিঠিটি রেখে এসেছেন তিনি।
জানা গেছে, তালাবদ্ধ কলাপসিবল গেটের ভেতরে রাখা একটি চেয়ারের ওপর সাদা রঙের খামে চিঠিটি রয়েছে। বিএনপির মহাসচিব বরাবর চিঠিটি দেওয়া হয়েছে।
সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচন কমিশনের ওই বার্তাবাহক চিঠি নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। বিকেল সাড়ে ৩টার দিকে চিঠিটি চেয়ারের ওপর রেখে চলে যান তিনি।