জেল হত্যা দিবস পালন
জাতীয় চার নেতা হত্যা ইতিহাসের আরেকটি কলঙ্কজনক অধ্যায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৫:২৯:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। পৃথক কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, র্যালী, সেমিনার। এসব কর্মসূচিতে বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর জাতীয় চার নেতা হত্যা ইতিহাসের আরেকটি কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার তিন মাসের অল্প সময়ের মধ্যে ষড়যন্ত্র করে এই নির্মম হত্যাকান্ড ঘটানো হয়। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা। সেই ধারাবাহিকতায় এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বক্তারা অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।
সিলেট জেলা আওয়ামী লীগ : জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং জাতীয় চার নেতার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় দিবসের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সৈয়দা জেবুন্নেছা হক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি এই চক্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে। এরপর খুনি মোশতাকের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী চক্রটি এ দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে মেতে ওঠে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলতে, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সিলেট জেলা বারের পিপি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এম কে শাফি চৌধুরী এলিম, আবু হেনা মোঃ ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ নাজমুল উল্যা, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শীলা, সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। সভা শেষে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগ : জেলহত্যা দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচতলায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। ৭৫’ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর জাতীয় চার নেতা হত্যা ইতিহাসের দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। নেতৃবৃন্দ বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতা-কর্মীদের সব সময় সজাগ থাকতে হবে। যাতে এ ধরণের কলঙ্কজনক অধ্যায় আর রচিত না হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল নিহত সদস্য ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনাও করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে অবস্থানকারী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ- মোঃ আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সৈয়দ কামাল, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, উপদেষ্টা এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ- মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, সালাউদ্দিন বক্স সালাই, আনোয়ার হোসেন আনার, সাজোয়ান আহমদ, মোঃ ছয়েফ খাঁন ও সাধারণ সম্পাদকবৃন্দ-সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, নজরুল ইসলাম নজু, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, সফিকুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী : জেল হত্যা দিবস উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামারুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল শুক্রবার দুপুরে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় মেয়র ফাতেহা পাঠ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বেদনাবিধূর ও কলঙ্কময় একটি দিন। চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের সময় খুব কাছ থেকে নেতৃত্ব দেওয়া এই চার নেতাকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ নেতৃবৃন্দ।
জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা : জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ৩রা নভেম্বর ভোরে দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়েছে। তারপর সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার প্রতি পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধাঞ্জলী নিবেদন আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সহসম্পাদক ও জেলা স্বর্ণশিল্পী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমেন্দ্র সিংহ, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, জেলা শ্রমিক লীগের সদস্য ও পানি উন্নয়ন বোর্ড সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, জেলা হকার্স লীগের নেতা রাশেন্দ্র বাবু, ইয়াছিন আলী, আতিয়ার রহমান, মানিকুল ইসলাম মানিক, বশির আহমদ, শ্রমিক নেতা ইয়াকুব আলী প্রমুখ।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র ২ মাস ১৮ দিন পর তাঁর ঘনিষ্ট জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়। যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধূর একটি দিন। যাদের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকা-ে অংশ নিয়েছে, সেসব খুনিকে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
গতকাল শুক্রবার সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠাকালীন কমিটি সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস শীর্ষক আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির আহ্বায়ক শরদিন্দু সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বাহার উদ্দিনের পরিচালনায় সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন, আলোচনা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আলম, যুগ্ম আহ্বায়ক জয়দীপ্ত বিশ্বাস। এছাড়াও আরো বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
মদন মোহন কলেজ ছাত্রলীগ : জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সরকারি মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের সৈয়দ আব্দুশ শহীদ জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন সৈয়দ আব্দুশ শহীদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি এমদাদুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানি, হিমেল দাস রিকি, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন লাহিন, তন্ময় সমাদ্দার জয়, শাহ মোস্তাফিজুর রহমান কামরুল, শুভ তরাৎ, মালেক মিয়া, আবু হামজা মোহাম্মদ আফজল, অনিক দেবনাথ, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক তায়েফ তারেক মাহি, প্রান্ত দেব, মোঃ ফারজান, মোজাম্মেল হোসেন সাগর, রেদোয়ান চৌধুরী, অমিত হাসান, ইয়াসিন আহমদ নিয়ান, আকবর হোসেন চৌধুরী, মাহি ইসলাম প্রমুখ।