ফেঞ্চুগঞ্জে রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন ———————হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৫:৩৪:৫৩ অপরাহ্ন
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার এর আমলে সিলেট-৩ নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমাদের নির্বাচনী এলাকায় এখন আর কাঁচা সড়ক নেই বলেই চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি হয়ে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিন।
গতকাল শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার গুচ্ছুগ্রাম সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরু, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপু চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বির, যুবলীগ নেতা এম হাসান লিমন, ফাহিম আহমদ শাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি