সিলেট বৌদ্ধ বিহারের প্রার্থনা হল ও ভিক্ষু নিবাসের উদ্বোধন সিলেট সম্প্রীতির নগরী ——মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৬:৩৭:৩৫ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট সম্প্রীতির নগরী। এই নগরীতে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের মানুষ যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন।
তিনি বলেন, আখালিয়া, ব্রাম্মণশাসন এলাকা সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত। এই এলাকায় তিন ধর্মের লোক একে অপরের সাথে মিলে মিশে বসবাস করছেন। ভবিষ্যতেও যাতে এভাবে সবাই মিলেমিশে থাকতে পারেন, সেদিকে সজাগ থাকতে হবে।
গত বৃহ¯পতিবার রাতে প্রবারণা পূর্ণিমা-২০২৩ ও সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত সিলেট বৌদ্ধ বিহারের দ্বিতীয়তলায় প্রার্থনা হল ও ভিক্ষু নিবাসের উদ্বোধন উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট বৌদ্ধ বিহারে, সিলেটে বসবাসরত বৌদ্ধরা মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি মিশুতোশ বড়–য়া, সাধারণ স¤পাদক পলাশ বড়–য়া, উপদেষ্টা সুকান্ত বড়–য়া, অরুণ বিকাশ চাকমা, দেবপ্রিয় চাকমা, পিপলু বড়–য়া, আদেশ বড়–য়া, সহ-সভাপতি বাবু পঙ্কজ বড়–য়া ঝুলন, অর্থ স¤পাদক সুজন বড়–য়া, প্রকৌশলী দিপ্তিমান বড়–য়া, প্রকৌশলী রেনেসা মুৎসুদ্দী, সদস্য সুজন বড়–য়া (টেন ¯েপার্টস), প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান/২০২৩ এর সদস্য সচিব রাজু বড়–য়া,সদস্য আকাশ বড়–য়া, শঙ্কর বড়–য়া, তিতাস বড়–য়া প্রমুখ। মানপত্র পাঠ ও সংবর্ধিত অতিথিকে মানপত্র প্রদান করেন তৃণমূল নারী উদ্যোক্তা, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট বৌদ্ধ বিহারের উপাসিকা মিসেস রিমা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি বাবু চন্দ্রশেখর বড়–য়া।-বিজ্ঞপ্তি