ডাচদের উড়িয়ে আফগানিস্তানের হ্যাটট্রিক জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৬:৪৪:৫১ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে মাত্র ১৭৯ রানে গুটিয়ে দেওয়ার পর বড় জয়ই তুলে নিয়েছে আফগানিস্তান। ১১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই ডাচদের লক্ষ্য পেরিয়ে গেছে আফগানরা। বিশ্বকাপে এটি তাদের টানা তৃতীয় জয়। আগের দুই খেলায় তারা সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পরাজিত করে। বিশ্বকাপে সপ্তম ম্যাচে এটি আফগানিস্তানের চতুর্থ জয়। প্রথম জয় ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। এই জয়ে সেমিফাইনালের সম্ভাবনা বেশ ভালোভাবে টিকিয়ে রাখল আফগানিস্তান। ৮ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে নিউজিল্যান্ড চারে ও অস্ট্রেলিয়া তিনে আছে। গতকাল শুক্রবার লক্ষ্ণৌতে টস জিতে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস ম্যাচের পঞ্চম বলে হারায় ওয়েসলি বারেসিকে। তাকে এলবিডব্লিউ করে দলকে প্রথম সাফল্য এনে দেন অফ স্পিনার মুজিব উর রহমান। সেই ধাক্কা সামলে ম্যাক্স ও’ডাওড ও কলিন আকারম্যানের জুটিতে এগিয়ে যায় ডাচরা।
পাওয়ার প্লেতে আসে ৬৬ রান। একটা পর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ৭৩। কিন্তু ও’ডাউডের (৪০ বলে ৪২) রান আউটে ৬৯ রানের জুটি ভাঙার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাটিং। খানিক বাদে পরপর দুই বলে রান আউটে কাটা পড়েন আকারম্যান ও স্কট এডওয়ার্ডস। টিকতে পারেননি বাস ডে লেডেও। ৯৭ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। দলের স্কোর দেড়শ’ ছাড়ায় মূলত সাইব্রান্ড এঙ্গেলব্রেশটের ৮৬ বলে ৫৮ রানের সুবাদে। তিনিও রান আউট হলে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চার জনই রান আউট হওয়ার ঘটনা ছেলেদের ওয়ানডে ইতিহাসে প্রথম হলো। লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ রানের মধ্যে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ(১০) ও ইব্রাহিম জাদরান(২০) কে হারায় আফগানিস্তান। এরপর তৃতীয় উইকেটে রেহমাতের সঙ্গে ৭৪ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন শাহিদি। রেহমাত (৫২) এরপর বিদায় নিলেও আজমাতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে কাজ শেষ করেন শাহিদি। শাহিদি ৫৬ এবং ওমারজাই ৩১ রানে অপরাজিত থাকেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হোন আফগান অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নাবি।