মহানগর বিএনপির মিছিল-সমাবেশ
৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে সিলেটবাসী প্রস্তুত ——- নাসিম হোসাইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৫:৪৮:৫৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘ এ সরকারের দিন ফুরিয়ে আসছে। শেষ সময়ের কঠোর আন্দোলনে জনতার বিজয় সময়ের ব্যাপার মাত্র। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে দেশপ্রেমিক জনতার স্বত:স্ফুর্ত অংশগ্রহণ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ থেকে পিছু হটার সুযোগ নেই। ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সফল করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে।’
গতকাল শনিবার বিকেলে রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মোর্শেদ আহমদ মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, নাদির খান, মনজুর হোসেন মন্জু, শুইয়াব আহমদ শুয়েব, মিজানুর রহমান মিজান, আব্দুল আজিজ লাকি, মামুন ইবনে রাজ্জাক রাসেল, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাশু, আব্দুল মালিক শেকু, আব্দুস সবুর রাসেল, লোকমান আহমদ, আব্দুল ওয়াহিদ সুহেল, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, যুবদল নেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, জামাল আহমদ, বিএনপি নেতা আব্দুল আজিজ, উজ্জল রঞ্জন চন্দ্র, আব্দুল মুমিন, আবুল মুনতাসীর চৌধুরী সাব্বিহ, সালেক আহমদ, ইফতেখার আহমেদ পাবেল, যুবদল নেতা মইনুল ইসলাম, সজিবুর রহমান রুবেল, সাইদ আহমেদ দিপক, মেহরাজ ভূইয়া পলাশ, রাকিবুল হাসান হারুন ও সাদিকুর রহমান বাচ্চু প্রমুখ। বিজ্ঞপ্তি