সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনীতে পররাষ্ট্রমন্ত্রী
দেশ বাঁচাতে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৬:২১:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটে সিলেট-তামাবিল চার লেন সড়কের ভিত্তিপ্রস্তরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি। গতকাল শনিবার তিনি উন্নয়ন প্রকল্প ছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক একাধিক উঠান বৈঠকে অংশ নেন। এসব অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মঙ্গল চায়। বিগত পনের বছরে দেশে সার্বিক উন্নয়নের দিক বিবেচনা করলে আওয়ামী লীগকেই সব সময় ক্ষমতায় রাখতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ চায় উন্নয়ন আর বিএনপি চায় ধ্বংসাত্মক, জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। মন্ত্রী আরও বলেন, বিএনপির সময় কৃষকরা সারের জন্য জীবন দিতে হয়েছে, আর আমাদের সময় কৃষকদেরকে বিনামূল্যে সার প্রদান করা হচ্ছে। এতে দেশে উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সে জন্য আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
গতকাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা সবচেয়ে বড় প্রকল্প সিলেট-তামাবিল মহাসড়কের ৬ লেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। সকালে সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। সকাল সাড়ে ১১ টায় মন্ত্রী সিলেট খাদিম নগরের সুরমা গেইটে এ কাজের উদ্বোধন করেন। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিএনপি ফেইকের মধ্যে আছে। তারা এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তাঁরা করেছিলো। শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও পোড়াও করেছে। পুলিশ, সাংবাদিককে নির্যাতন করেছে , হত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।
তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সে জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এসময় মন্ত্রী বলেন, আমরা দেশে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন।
শনিবার দুপুরে সিলেট সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আফসার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলওয়ার হোসেন।
উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ লায়েছ মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রনালয় এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম আব্দুর রহমান, গীতা পাঠ করেন উপজেলা প্রশাসনের তাপস পাল।
এদিকে শুক্রবার সন্ধ্যায় নগরীর আখালিয়াস্থ কালীবাড়িতে সরকারের দেশব্যাপী উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যিশুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উঠান বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জেলহত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, সাব্বির খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড. মিছবাউর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সিসিকের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলাম এজাজ প্রমুখ।
অপরদিকে গতকাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও জনপ্রিয় প্রিমিয়াম সুপারস্টোর ইউনিমার্ট সিলেটের আম্বরখানা পয়েন্টে এর ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন। ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামানকে সঙ্গে নিয়ে ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেন, আমরা যে উন্নত বিশ্বে প্রবেশ করেছি ইউনিমার্টের সিলেটের আউটলেট এর অন্যতম প্রমাণ। এখানে সুপারশপে যে সৃজনশীলতার ছাপ রয়েছে, তা উন্নত বিশ্বের অনেক জায়গায় নেই। ইউনিমার্টে লাইব্রেরি রয়েছে। খুবই সুন্দর। সবধরনের বাজার করা যাবে। যেখানে দেশি ও বিদেশি পণ্যের সমাহার থাকবে। তিনি ইউনাইটেড গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে সিলেটের মানুষ নেতৃত্ব দিয়েছেন। সম্মুখ যুদ্ধে সিলেটের মানুষ বীরবিক্রমে হানাদারদের প্রতিহত করেছেন। আমাদের চোখের সামনে শহরে লাশের পর লাশ দেখেছি। তরুণ যুবকদের ধরে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। আজকের তরুণ প্রজন্মের সামনে আমাদের মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস তুলে ধরতে হবে। সিলেট অঞ্চলে মুক্তযুদ্ধকে জানতে ও স্মরণীয় করে রাখতে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সিলেট সিটি করপোরেশনের ১ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। গতকাল শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহসিন কামরান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, রাজ উদ্দিন আহমদ, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন তেরু মিয়া, যুবনেতা সজীব আহমদ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেল প্রমুখ।