জালালাবাদ গ্যাস অফিসে মতবিনিময়কালে পেট্রোবাংলা চেয়ারম্যান
সকল প্রকার গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৪:১৯:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম এর প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি জালালাবাদ গ্যাস কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় পেট্রোবাংলা চেয়ারম্যান সকলকে অফিসের নিয়ম-শৃংখলা বজায় রাখা, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি, যথাসময়ে কর্মকর্তা-কর্মচারিদের পদোন্নতি এবং সকল প্রকার গ্রাহকসেবা নিশ্চিতকরণের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া সিস্টেম-লস সীমিত পর্যায়ে রাখাতে সকল কর্মকর্তা-কর্মচারীদের বাস্তব ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি কোম্পানির উত্তরোত্তর সক্ষমতা বৃদ্ধির জন্যও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারিলীগ (সিবিএ)-এর নেতৃবৃন্দ এবং জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ যোগদান করেন। পরে পেট্রোবাংলার চেয়ারম্যান মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।