সিলেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত
পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৪:২৬:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে জঙ্গীবাদ, মাদক, কিশোরগ্যাং ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম। গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল- “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।
সকাল ১০টায় এসএমপি পুলিশ লাইন্সে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর উদ্বোধন করেন এসএমপি কমিশনার। সকাল সাড়ে ১০টায় এসএমপি পুলিশ লাইন্স হতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্ট হয়ে এসএমপি পুলিশ লাইন্সে এসে শেষ হয়। এসএমপি কমিশনার ছাড়াও এতে মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা: নাছিম আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ই ইউ শহিদুল ইসলাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন (সহ-সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং), লায়েক আহমদ চৌধুরী (সভাপতি কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ মকবুল হোসেন খান (জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ রিমাদ আহমদ রুবেল (সদস্য সচিব এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), এ্যাডভোকেট মোঃ শামীম আহমদ (সভাপতি মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), শাহপরান থানা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সুবেদুর রহমান মুন্না (সাধারণ সম্পাদক শাহপরান (রহঃ) থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম (সভাপতি দক্ষিণ সুরমা থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম আলী, ডেপুটি কমান্ডার (সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ), আফতাব চৌধুরী সাংবাদিক ও কলামিস্ট (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), সাংবাদিক আল আজাদ (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), সহ কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ। পরে এসএমপি পুলিশ লাইন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।