বিএনপি নেতা আলতাফ কারাগারে শাহজাহান ওমর ও প্রিন্স রিমান্ডে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৪৭:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে এবং ভাইস চেয়ারম্যান, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের দিন হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় আলাদা দুই মামলা এবং রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। গতকাল রোববার উল্লিখিত আদেশ দেন সংশ্লিষ্ট বিচারকরা।
গতকাল রোববার সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাব। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। আলতাফ হোসেন চৌধুরীকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী।
আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে বিএনপির সমাবেশের দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। তার আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে. রাজধানীর নিউমার্কেট এলাকায় বাস পোড়ানোর ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রশিদুল আলম এ আদেশ দেন।
এর আগে গত শনিবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করে। পরে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় পুলিশ। অপর দিকে শাহজাহান ওমরের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।