করিমগঞ্জ থেকে ইয়াবা এনে জাফলংয়ে বিক্রি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৫৬:২৫ অপরাহ্ন
কানাইঘাটে দুই হাজার পিসসহ আটক ২
স্টাফ রিপোর্টার : জকিগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা থেকে ইয়াবা আনতেন তারা। বিক্রি করতেন সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে। এমন দু’জন মাদক কারবারীকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে চতুল বাজারের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড থেকে একটি মোটর সাইকেলসহ ওই দুজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৬) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২০)। আটক চোরাকারবারীরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন থেকে তারা করিমগঞ্জ এলাকা থেকে এই কায়দায় ইয়াবা কেনা-বেচার ব্যবসা চালিয়ে আসছিলেন।
২ হাজার পিস ইয়াবাসহ দুই চোরাকারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. স¤্রাট তালুকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চতুল বাজারে চেক পোস্ট বসিয়ে তাদের মোটর সাইকেল তল্লাশীকালে ইয়াবা সহ দু’জনকে আটক করা হয়। মাদক ও চোরাচালান রোধে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।