শাবিতে আঞ্চলিক পরিকল্পনায় আর্ক জিআইএস’র প্রয়োগ বিষয়ে কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ১:০২:০৪ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট (জিইই) সোসাইটির উদ্যোগে আঞ্চলিক পরিকল্পনায় আর্ক জিআইএস এর প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-এ এর ৪১০ নং কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জিইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মান উন্নয়নে জিওগ্রাফি বিভাগ বিভিন্ন কর্মশালার আয়োজন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অনেকগুলো বাস্তবায়নও হয়ে গেছে। দক্ষ গ্রাজুয়েট হিসেবে চাকরির বাজারে টিকে থাকার মতো গ্রাজুয়েট গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমি খুবই ইতিবাচক মানুষ, সময়ের কাজ সময়মত করতে পছন্দ করি। আমাদের মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেয়া যাতে বিশ্ববিদ্যালয়কে অনন্য মাত্রায় নিয়ে যেতে পারি। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেকগুলো প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সাস্ট গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন জিইই বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবির।
আর্ক জিআইএস হচ্ছে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ সফটওয়ার। বৈশ্বিক পরিকল্পনা বাস্তবায়নের একটি স্কেল হচ্ছে এ সফটওয়্যার। নগর পরিকল্পনা, হাওর উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং অগ্রগতি মূল্যায়নে জিআইএস টুল ব্যবহার করে মনিটরিং করা যায়।