সরকারের সিদ্ধান্তে পাথর কোয়ারি বন্ধ রয়েছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ১:২২:৪১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পাথর কোয়ারির একটা প্রভাব আছে। সরকারের সিদ্ধান্তে,পরিবেশের জন্য পাথর কোয়ারি বন্ধ রয়েছে। ইমরান আহমদ বন্ধ করেনি। এটি জ্বালানি মন্ত্রণালয়ের কাজ। অথচ অনেক বক্তা আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আমার কিন্তু বিবেক পরিষ্কার আছে। আমি ব্যক্তিস্বার্থে কোয়ারির ব্যাপারে কোন পদক্ষেপ নেইনি। বারবার চেষ্টা করেছি কোয়ারি খুলে দিতে। ভবিষ্যতেও চেষ্টা করে যাব।’
গতকাল রোববার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সরকারের বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইমরান আহমদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি হিসেবে কোম্পানীগঞ্জে যা করেছি, তা আপনাদের সামনে দৃশ্যমান। স্কুল, কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন কতটুকু হলো, এর ভিত্তিতে আপনারা মূল্যায়ন করবেন। অনেকগুলো ব্রিজ হয়েছে। চাঁনপুর ও তেলিখাল-রামাইল এলাকায় ব্রিজ প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা যেন একই সড়কে কোম্পানীগঞ্জ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর ঘুরে আবার কোম্পানীগঞ্জ আসতে পারেন- সে উদ্যোগ নেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, সাবেক আহবায়ক ইকবাল হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন।
শেষে মন্ত্রী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন অনুদান প্রদান করেন। পরে তিনি সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এর আগে সকালে ইমরান আহমদ কারিগরি কলেজের নির্মাণাধীন ভবন এবং মুজিব কেল্লা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়া, তিনি আরএইচডি-কোম্পানীগঞ্জ-হাজী হাছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।