ভারতের কাছে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ২:১৭:৩৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপের সেরা দুই দলের লড়াইয়ে শক্তি পরীক্ষা দেখতে উত্তেজনা ছড়াচ্ছিল ম্যাচটি। তবে কলকাতা ইডেন গার্ডেন-এ ভারতের দাপটে একপেশে একটা ম্যাচের সাক্ষী হয়েছে দর্শকরা। ভারতের ৩২৬ রানের জবাবে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। ভারতের হয়ে ৩৩ রানে ৫ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলো ভারত। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনেই থাকলো দক্ষিণ আফ্রিকা।
গতকাল রোববার টস জিতে প্রথমে ব্যাট করে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩২৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। নিজের ৩৫তম জন্মদিনে ১২১ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০১ রান করেন কোহলি। এদিন ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসান বিরাট। এরপূর্বে ওপেনার রোহিত শর্মা ২৪ বলে ৪০ এবং শুভমান গিল ২৪ বলে ২৩ রান করে ফেলেন। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সাথে ১৩৪ রানের জুটি গড়েন বিরাট কোহলি। দলীয় ২২৭ রানে তৃতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ৭৭ রান করে ফেরেন।
পরে লোকেশ রাহুল (৮) ও সুরাইয়া কুমার যাদব (২২) করেন। এরপর ষষ্ঠ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে মাত্র ২৪ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কোহলি। এই জুটিতেই ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। ভারতের ৩২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার একজন ব্যাটারও ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। শুরুটা হয় দুর্দান্ত ফর্মে থাকা কুইন্টন ডি কককে দিয়ে। তাঁকে ফেরান মোহাম্মদ সিরাজ। এরপর দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের যাওয়া-আসার মিছিল শুরু হয়। দুই অঙ্কের দেখা পেয়েছেন টেম্বা বাভুমা (১১), রাসি ফন ডার ডুসেন (১৩), ডেভিড মিলার (১১) ও মার্কো ইয়ানসেন (১৪)। ভারতের সবচেয়ে সফল বোলার জাদেজা। ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। দুটি করে উইকেট নিয়েছেন সামি ও কুলদীপ যাদব।