সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ২:১৫:০৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দক্ষিণ ছাতকের মানুষের ভালোবাসা পেয়ে হাঁটি হাঁটি পা পা করে উপজেলা চেয়ারম্যান থেকে বার বার এমপি নির্বাচিত হয়েছি। তারপর জনগণের উন্নয়নের লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বর্তমানে বিএনপি সাধারণ মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করছে। এদের ব্যাপারে বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের সতর্ক থাকতে হবে ।
গতকাল রোববার বিকেলে খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের রাস্তা উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে খাসগাঁওবাসীর উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবীণ মুরব্বি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সিতাব আলী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আওলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সিরাজুল হক, এনামুল হক কাচা মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উওর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন আকমল হোসেন, খাসগাঁও গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন যুবলীগ নেতা উসমান গণি। আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহীদুল ইসলাম, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক সাচ্চু মিয়া, একরাম আহমদ, আয়নাল হোসেন বাচ্চু।
উপস্থিত ছিলেন ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুল বারী, আওয়ামীলীগ নেতা সৈয়দ ইকবাল হোসেন মতিন, সমুজ মিয়া, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক মিয়া, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমরাজ আলী, নিজাম উদ্দিন, রুয়েল আহমদ তালুকদার, সাবেক মেম্বার আলী হাবিব, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, আব্দুর রহমান, ইউনিয়ন সদস্য আব্দুল জলিল, প্রদীপসহ সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সংশোধনী :
৫ নভেম্বর দৈনিক সিলেটের ডাক-এর শেষ পাতার ৬নম্বর কলামে “আ’লীগ সরকারের আমলে ছাতক দোয়ারার ২৭ কলেজ, ৭০টি হাইস্কুল প্রতিষ্ঠা হয়েছে।” শিরোনামে প্রকাশিত সংবাদে ভুলবশত ১৭টি কলেজের স্থলে ২৭টি কলেজ প্রকাশ হয়েছে। ছাতক-দোয়ারায় দুটি টেকনিক্যাল কলেজসহ ১৯টি কলেজ রয়েছে এবং আওয়ামী লীগের আমলে ৫৬ টি হাইস্কুল প্রতিষ্ঠা হয়েছে।