গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পৃথক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী
শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১২:১৬:২০ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা, যোগাযোযাগ, অবকাঠামোগত উন্নয়ন ও সমাজের সুবিধাবঞ্চিত অসহায় জনগণের কল্যাণে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। গতকাল সোমবার সকালে জৈন্তাপুর সদরের ঐতিহাসিক ইরাদেবী মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারের সুবিধা-উপকারভোগী অংশীজন জনগণের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। দেশের তৃণমূল পর্যায়ে সরকারের অনেক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। মুক্তিযোদ্ধাগণের জন্য শেখ হাসিনা বীর নিবাস নির্মাণ করে দিয়েছেন। আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে সমাজের সুবিধাবঞ্চিত হাজার হাজার মানুষকে বসতভিটা উপহার দিয়েছেন। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। তিনি বলেন, এই সীমান্ত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে আমি প্রাণপণ চেষ্টা করছি। জীবনের শেষ সময় পর্যন্ত জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যাব।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও ভূমি অফিসের সহকারী ধ্রুবজ্যোতি দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভুইয়া।
এদিকে, গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গতকাল সোমবার সকালে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ শাখা এমপিও ভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় মন্ত্রী বলেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সভাপতি অধ্যক্ষ ফজলুল হক’র সভাপতিত্বে ও শিক্ষক শাহজাহান সিরাজের সঞ্চালনায় শুকরিয়া সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান লেবু, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ সরোয়ারর্দী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক সরোয়ার হোসেন ছেদু, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহবায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক রাশেদ পারভেজ লাভলুসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষানুরাগী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। একই দিনে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউপি অফিস-নবম খন্ড রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও পূর্ব জাফলং নবম খন্ড রাস্তায় গার্ডার ব্রিজের উদ্বোধন করেন।