বিএনপি জামায়াতের দ্বিতীয় দফা অবরোধ শেষ
বন্ধ ছিল দূরপাল্লার বাস, নগরীতে যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১২:৫৫:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। গতকাল সোমবার শেষ দিনে সিলেটের কোথাও পিকেটিং বা গাড়ি ভাংচুরের খবর পাওয়া যায়নি। তবে বিকেলে নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীতে মিছিল করেছে ছাত্রদল। অন্যদিকে গতকাল সোমবার দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস সিলেট ছাড়েনি। নগরীতে যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। তবে পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ জানান, বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কসহ সব স্থানে পুলিশের কড়া নজরদারি ছিলো। তিনি বলেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির ডাকে দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি সিলেটবাসী স্বতঃষ্ফূর্তভাবে সর্বাত্মকভাবে পালন করেছেন বলে দাবি করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এজন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীকে অভিনন্দন জানান।