সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছে —–এমরান আহমদ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:০৮:৩১ অপরাহ্ন
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান একদফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে সিলেটের কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট।
গতকাল সোমবার দুপুরে ২ নম্বর বার হলের সম্মুখ থেকে শুরু হওয়া মিছিলটি কোর্ট প্রাঙ্গণের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জজকোর্ট চত্বরে গিয়ে সমাবেশ মিলিত হয়। আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় তিনি বলেন, ‘সরকার দেশটাকে পৃথিবীর সর্ববৃহৎ কারাগারে পরিণত করেছে।’ তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির একজন মানুষও জীবিত থাকতে এদেশে কোনো নীল নকশা বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জেবুন নাহার সেলিম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট আলী হায়দার, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট খালেদ আহমদ জুবায়ের, এডভোকেট তাজরিহান জামান, এডভোকেট মো. ইসরাফিল আলী, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট মো.আব্দুল মুকিত অপি, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ ইয়াসির আরাফাত, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট আব্দুল হালিম রায়হান, এডভোকেট রুহিনা বেগম, এডভোকেট মো.ছমির উদ্দিন, এডভোকেট মো. লিয়াকত আলী, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট নাদিরা আক্তার চৌধুরী, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট তাহরিমা রেজা চৌধুরী, এডভোকেট মনজুর ইলাহি সামি, এডভোকেট মুহিদুল হক, এডভোকেট শাহরিয়ার উজ্জামান পলাশ, এডভোকেট গোলাম রসুল সুমেল, এডভোকেট মো. রাজ্জাক খান রাজ, এডভোকেট মো.শামীম আহমদ, এডভোকেট এবিএম শিপন, এডভোকেট মো.মোজাক্কির হোসেন, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট গোলাম আযম, এডভোকেট মো. নিজাম উদ্দিন, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট আব্দুল মুহিত জাবেদ, এডভোকেট জাবের হোসেন, এডভোকেট সৈয়দ রিয়াজ ও এডভোকেট তানভীর আখতার খান প্রমুখ।-বিজ্ঞপ্তি