মেজরটিলায় গ্যাস লাইনে ফাটল
নগরীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ॥ জনদুর্ভোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:১১:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মেজরটিলায় গ্যাস লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে নগরীর বেশ কয়েকটি এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন লোকজন। গতকাল সোমবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের পানির লাইন স্থাপনের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস লাইন স্বাভাবিক হতে আরো ৩-৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাস সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
জানা যায়, গতকাল বিকেল সোয়া ৩টার দিকে নগরীর মেজরটিলায় সিলেট-তামাবিল সড়কের পাশে সিলেট সিটি কর্পোরেশনের পানির লাইনের কাজ চলছিল। এ সময় গ্যাস সঞ্চালনের পাইপে এক্সেভেটরের আঘাত লাগলে ৩ ইঞ্চি ব্যাসের বিতরণ পাইপ লাইনটি ফেটে যায়। এতে প্রবল বেগে গ্যাস বের হতে থাকলে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর জরুরি বিভাগ তাৎক্ষণিক গিয়ে জায়গাটিকে ঘিরে ফেলে। এ সময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর জালালাবাদ গ্যাসের পাইপলাইন শাখার কর্মীরা গ্যাস সঞ্চালন লাইন বন্ধ করে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে গ্যাস লাইন ফেটে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নগরীর খাদিম, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকর এলাকায় বিকাল পৌনে ৫টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী এনামুল হক তরফদার জানান, পানির লাইন স্থাপন কাজের সময় এই দুর্ঘটনাটি অনিচ্ছাকৃত ঘটতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে জালালাবাদ গ্যাসের লোকজনকে সিটি কর্পোরেশন সহযোগিতা প্রদান করছে বলেও জানান তিনি।
গতকাল সোমবার রাত ৯ টায় এ রিপোর্ট লেখার সময় জালালাবাদ গ্যাসের আঞ্চলিক বিতরণ কার্যালয়ের জনৈক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সিলেট-তামাবিল সড়কে স্থাপিত ৩ ইঞ্চি ব্যাসার্ধের একটি বিতরণ লাইন ফেটে গিয়ে গ্যাস নির্গমন হচ্ছিলো। খবর পেয়ে আমরা জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করেছি। তবে লাইন মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইন মেনটেইনেন্স শাখার লোকজনকে কাজ সম্পন্ন করতে আরো ৩ থেকে ৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে বলে জানা গেছে।