সাগরদিঘীর পাড়ে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:১২:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় জামিয়া (১৭) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরীর সাগরদিঘীর পাড় এলাকার আপন ব্লু টাওয়ারের ১২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনাটি আত্মহত্যা না হত্যাকান্ড এ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। নিহত গৃহকর্মী জামিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
কতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ এর সাথে যোগাযোগের জন্য জানান।
আজবাহার আলী শেখ দৈনিক সিলেটের ডাককে জানান, জামিয়া ১৫/১৬ বছরের একটি মেয়ে। সে বাথরুমের সাওয়ারের স্ট্যান্ড এর সাথে টাওয়াল গলায় পেছিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।