নগরী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:২১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদরাসার দক্ষিণ পূর্ব কোণে ফুটপাত থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে গত রোববার সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি অজ্ঞাত এক পুরুষের।
বয়স আনুমানিক ৫৫ বছর। পিবিআই’র বিশেষ টিম প্রযুক্তির সহায়তায় লাশটির পরিচয় শনাক্তকরণে চেষ্টা করে মৃত ব্যক্তির পরিচয় মিলেনি। বর্তমানে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া গেলে কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩ অথবা এসআই কাজী জামাল উদ্দিন ০১৭১৫-৩৮২৫৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।