আজমিরীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেফতার ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:২২:৪৪ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক (৩৮), আজমিরীগঞ্জ পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক নেকবর মিয়া (৫৫) এবং শিবপাশা ইউনিয়ন যুবদল নেতা মাহমুদুল হাসান লিটন।
পুলিশ জানায়, বিএনপি ও জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক ধ্বংসাত্মক কর্মকান্ড ও সরকারি কাজে বাধা প্রদান ও আক্রমণ করার দায়ে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ। এরই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।