ডিম ও আলু মূল্যস্ফীতির প্রধান কারণ : পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:২৩:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক : অক্টোবর মাসে নতুন করে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে ১২ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। যা খাদ্য খাতে রেকর্ড মূল্যস্ফীতি।
মূল্যস্ফীতির পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে ডিম আর আলুকে দায়ী করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি নিয়ে চলতি বছরের অক্টোবর মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
এতে দেখা গেছে, অক্টোবর মাসে নতুন করে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে ১২ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে যা ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। গত বছরের অক্টোবরে মূলস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫০ শতাংশ।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে দেশে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৩ শতাংশ।
মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৩ শতাংশের অর্থ হলো আগের বছরের অক্টোবরে যে পণ্য ১০০ টাকা কেনা হয়েছে এ বছরের অক্টোবরে তা কিনতে হয়েছে ১০৯ টাকা ৯৩ পয়সায়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘হ্যাঁ, মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। সাথে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। এর পেছনে অন্যতম প্রধান কারণ ডিম আর আলু। আলু আমদানি হচ্ছে। আর এখন অগ্রহায়ণ মাস, মাঠে অনেক সফল রয়েছে। আশা করছি সামনের দিনে মূল্যস্ফীতি কমে যাবে।’
হরতাল-অবরোধের কারণে পণ্য পরিবহন কিছুটা ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যতে মূল্যস্ফীতিকে বাড়াতে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন।