ছাতকে বিএনপি নেতা শামছু ও আমরু মিয়া গ্রেফতারে মিজান চৌধুরীর নিন্দা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:২৯:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, ছাতক উপজেলা বিএনপি নেতা শামসুর রহমান শামছু ও কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমরু মিয়াকে ‘অন্যায়ভাবে’ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী। একই সাথে দলীয় নেতাকর্মীদের ‘গণগ্রেফতার, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির নামে হয়রানি বন্ধের’ দাবি জানান তিনি।
গতকাল সোমবার এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন যখন বিজয়ের দ্বারপ্রান্তে। ঠিক সেই সময়ে প্রশাসনের কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা বিরোধী নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছেন। প্রতিদিন কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীদের অন্যায়ভাবে গণহারে গ্রেফতার করা হচ্ছে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কোন নেতাকর্মী বাসা-বাড়িতে থাকতে পারছেনা। মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত, মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী সরকারি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে বিরোধী মত দমনে হিং¯্র হয়ে উঠছে। এতে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হচ্ছে।’
তিনি অবিলম্বে আটক বিএনপি নেতা শামসুর রহমান শামছু ও আমরু মিয়াসহ কারান্তরীণ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং ‘গণগ্রেফতার, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির নামে হয়রানি’ বন্ধের আহবান জানান।-বিজ্ঞপ্তি