সাইক্লোনের গ্রন্থ পাঠ ও পর্যালোচনা সভা
মানবিক ব্যক্তিত্ব জাবেদ আহমদ বহুমুখী প্রতিভার অধিকারী ——————এনামুল হক জুবের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৫:০৪:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ‘বিশিষ্ট সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব জাবেদ আহমদ নানা গুণে গুণান্বিত ও বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। বিশেষ করে করোনাকালে তার মানবিক কার্যক্রম প্রশংসনীয়। তার বহুমুখী প্রতিভা ও সফল কর্মজীবন অন্যদেরকেও অনুপ্রাণিত করবে। জাবেদ সকল অবস্থায় সময়ের সদ্ব্যবহার করেছেন। সেই বিষয়টিও তিনি তার ভ্রমণ কাহিনীতে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। প্রবাসে আত্মীয়-বন্ধুদের আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করে। প্রাঞ্জল ভাষায় সুলিখিত বইটির একটি পৃষ্ঠা পড়লে আরেক পৃষ্ঠা পড়তে ইচ্ছা করে।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট সংগঠক, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সদ্য প্রাক্তন সভাপতি, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদের ভ্রমণকাহিনী ‘ইউরোপের সাত দেশে বাইশ দিন’ গ্রন্থের পাঠ ও পর্যালোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের একথা বলেন। গত সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬৪তম সাহিত্য আসরে অনুষ্ঠিত পাঠ ও পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের ভারপ্রাপ্ত সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ। সভায় অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমিনুল হক চুন্নু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুক্তরাজ্যের চ্যানেল ‘এস’-এর রিপোর্টার ও বাংলা মেইল-এর বার্তা সম্পাদক আতিকুর রহমান, আলোর অন্বেষণ-এর সভাপতি সাজন আহমদ সাজু । অনুষ্ঠানের শুরুতে লেখক পরিচিতিসহ ‘ইউরোপের সাত দেশে বাইশ দিন’ গ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল । গ্রন্থটির উপর আলোচনায় অংশ নেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এস.পি.এস)-এর সভাপতি ফরিদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকার্স ক্লাব, সিলেট এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আক্তার, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরান আহমদ ও সিলেট শাখার ম্যানেজার ইকবাল হোসেন খান, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, দৈনিক সিলেটের ডাক-এর সাহিত্য সম্পাদক ফায়যুর রহমান, ছড়াকার অজিত রায় ভজন, কবি ইসমত হানিফা চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, ব্যাংকার-কবি শাহেদ আবদুর রকিব, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, উন্দাল কিং-এর ম্যানেজিং ডাইরেক্টর সালাউদ্দিন বাবলু, কবি লিপি খান, কবি কামাল আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, মইনুল হাসান আবির। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক বিমান বিহারী বিশ্বাস।
আলোচকের বক্তব্যে অধ্যাপক আমিনুল হক চুন্নু বলেন, অল্প সময়ে জাবেদ আহমদ চমৎকার একটি ভ্রমণকাহিনী আমাদেরকে উপহার দিয়েছেন। বইটিতে প্রবাসীদের বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের আন্তরিক আতিথেয়তার চমৎকার একটি চিত্র ফুটে উঠেছে।
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন, সেন্ট্রাল ব্যাংকার জাবেদ আহমদ নিজ পেশায় যেমন সফল, তেমনি অন্য সামাজিক কাজেও সফল। তিনি ইউরোপ ভ্রমণের বছর খানেক সময়ের মধ্যে সুন্দর বই উপহার দিলেন, যা অনেকের কাজে লাগবে।
চ্যানেল এস ইউকে রিপোর্টার আতিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদের সাথে বার্মিংহামে দেখা হয়েছিল। বইয়ের পর্যালোচনা অনুষ্ঠানে প্রবাসীদের গুরুত্ব দিয়ে দাওয়াত দেয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আলোচক আলোর অন্বেষণ-এর সভাপতি, ইউএই প্রবাসী কবি সাজন আহমদ সাজু ‘বাইশ দিনে ইউরোপের সাত দেশ’ ঘুরে এসে অনবদ্য ভ্রমণ কাহিনী উপহার দেয়ার জন্য ধন্যবাদ দিয়ে লেখককে দুবাই সফরের আমন্ত্রণ জানান।
লেখক অনুভূতি ব্যক্তকালে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত পরিবার সদস্য, সহকর্মী, প্রবাসী স্বজন-বন্ধুদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে ইউরোপে সাংবাদিক হাবিবুর রহমান ও ইউকেতে সাংবাদিক আহমেদ শামীমের সার্বক্ষণিক সাহচর্য প্রদান ও বইয়ের জন্যে লেখাদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বই প্রকাশে কৈতর প্রকাশন-এর কর্ণধার সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়ালের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
মূল প্রবন্ধে গল্পকার সেলিম আউয়াল বলেন, সেই কৈশোর থেকে জাবেদ আহমদ একজন সংগঠক হিসেবে সাফল্যের স্বাক্ষর রেখে আসছেন। তিনি জাবেদ আহমদের আরো নানা গুণের চিত্র তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সাইক্লোন, সিলেট এর ভারপ্রাপ্ত সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ অনুষ্ঠান সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।