শিক্ষার উন্নয়নের জন্য এ সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে ॥ এমপি হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৫:১৬:৫১ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার প্রতিটি বিদ্যালয়ে নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে। যা অতীতে কোন সরকার করেনি। শিক্ষাখাতের উন্নয়নের জন্য এই সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে।
গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ লাল রায়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজী লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ূম, বিশিষ্ট মুরুব্বি গেদন মিয়া,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আলী,
সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিসবাহ উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিকুর রহমান আতিক মাস্টার, আওয়ামী লীগ নেতা নুনু মিয়া মেম্বার, খলিলুর রহমান রাজা, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য সাদিক মিয়া, আব্দুর রহমান, সুয়েল আহমদ, সিলেট জেলা যুবলীগের সদস্য এস এম রাসেল, আওয়ামী লীগ নেতা রুয়েল খন্দকার, তুহিন আহমদ চৌধুরী, কামরান আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক পান্না আহমদ, সিলাম ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শাহ্ খালেদ আহমদ, আওয়ামী লীগ নেতা সাহাজান মিয়া, সমাজসেবী শামিম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা লাকী নোমান, আজিজ আহমদ, সিদ্দিকুর রহমান সিদ্দিক, আজহার উদ্দিন, সাদমান সাকিব, রুম্মান আহমদ প্রমুখ।