কবি সালাউদ্দিন সেলিম আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৫:২০:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ঃ বিশিষ্ট কবি সালাউদ্দিন খান সেলিম আর নেই। তিনি গত সোমবার দিবাগত রাত দশটায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন থেকে দূরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ জোহর দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
সালাউদ্দিন সেলিম মদনমোহন কলেজে তার ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চা করছেন। বিভিন্ন সময়ে তিনি কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তার দুটো কবিতার বই বের হয়েছে।
সালাহউদ্দিন খান সেলিমের পৈতৃক নিবাস জকিগঞ্জ উপজেলার পাঠানচক। কর্মজীবনে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন।