শ্রীমঙ্গলে সবজি, আলু এবং পেঁয়াজের দাম কমলেও, বেড়েছে চাল-চিনির দাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১১:১১:০১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলে আলু, পেঁয়াজ এবং সবজির দাম কমলেও বেড়েছে চাল এবং চিনির দাম। গত এক সপ্তাহ আগেও বাজারে সবজির দাম অনেকটা আকাশছোঁয়া ছিল।
গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের বিভিন্ন বাজার ঘুরে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, সবজির দাম এখন নিম্নমুখী। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বাজারে সব ধরনের সবজির দামই কমতে শুরু করেছে।
দুপুরে শহরের কাঁচাবাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারের বর্তমান পরিস্থিতি। বাজারে লম্বা বেগুন পাওয়া যাচ্ছে কেজি প্রতি ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ধুন্দল ৫০-৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস, প্রতি কেজি লাল শাক ১০ থেকে ১২ টাকা, প্রতি আঁটি লাই শাক ২৫ টাকা, প্রতি কেজি পটল ৪৫ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪৫ টাকা, মূলা ৩০ টাকা, শিম ৬০ থেকে ৬৫ টাকা এবং কাচকলা ৩০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে সব সবজির দামই কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা।
পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, আমদানি বাড়ায় ও শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় সবজির দাম কমেছে। এতে কমতে শুরু করেছে আলুর দামও। গত দুই দিনে আলু প্রতি কেজিতে দাম কমেছে ১৫ টাকা থেকে ২০ টাকা। সেই সঙ্গে পেঁয়াজের দামও কমেছে। গত সপ্তাহে পেঁয়াজ ১১০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৭০ টাকা।
কাঁচামাল ব্যবসায়ী শৈলেন্দ্র বৈদ্য জানান, প্রতি কেজি লাল শাক ১০ থেকে ১২ টাকা, লাই শাক ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৪৫ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪৫ টাকা, মূলা ৩০ টাকা, পেঁপে ১৫ থেকে ২৯ টাকা, শিম ৬০ থেকে ৬৫ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, প্রতি পিস লাউ ৪০ টাকায় বিক্রি করছি।
সবজির দাম নিম্নমুখী হওয়ায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এদিকে, এক সপ্তাহ আগেও বাজারে পাইকারি ৫০ কেজি চালের দাম ছিল ২৪০০-২৫০০ টাকা। সাত দিনের ব্যবধানে প্রতিটি চালের বস্তায় বেড়েছে ৩০০-৪০০ টাকা।
শ্রীমঙ্গল নতুন বাজারের ঐশী খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী রাজেন্দ্র পাল (বল্টু) জানান, এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের বস্তায় ২০০-৩০০ টাকা বেড়েছে, এক সপ্তাহ আগে মোটা চালের বস্তা ২১৫০-২২০০ বিক্রি করেছি। এখন এই চাল পাইকারি কিনতে হচ্ছে বস্তায় আরও ২০০-৩০০ টাকা বেশি দরে। এস আলম স্পেশাল চাল যেটা এক সপ্তাহ আগে বিক্রি করেছি ২৪০০-২৫০০ টাকা এটা এখন পাইকারি কিনতে হয় ২৭০০ টাকা দিয়ে, এস আলম নরমেল, মিনিকেটসহ সকল চালের বস্তায় বেড়েছে ২০০-৩০০ টাকা।
শ্রীমঙ্গলের সোনালী স্টোরের ম্যানেজার স্বপন রায় জানান, গত এক সপ্তাহ আগে কাটারি আতপ চালের ২৫ কেজি বস্তার পাইকারি মূল্য ছিল ১৫৫০-১৫৮০ টাকা, এখন পাইকারি দামই ১৬৬০-১৭০০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১২০ টাকা, এখন পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০-৭৫ টাকা।
শ্রীমঙ্গল পাইকারি বাজারে আলু ব্যবসায়ী আব্দুল মতিন জানান, মুন্সিগঞ্জী আলু প্রতি কেজি ৩৫/৩৬, রাজশাহী ও রংপুরের আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৮ টাকা দরে বিক্রি হয়েছে।
সেন্ট্রাল রোডের মেসার্ম কুমিল্লা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মো. বিল্লাল হোসেন তালুকদার জানান, আলুর দাম অনেক কমেছে। গত এক সপ্তাহে মুন্সিগঞ্জি আলুর পাইকারি দাম ছিল কেজি ৪২-৫০ টাকা, খুচরা বিক্রি হতো ৫০/৬০ টাকা, আজ এই আলু বিক্রি করছি ৩০ টাকা আর রাজশাহী আলু প্রতি কেজি বিক্রি করছি ৩২টাকা, এক সপ্তাহ আগে পাইকারি ছিল ৪৫-৫৫ টাকা, আর খুচরা ৬৫-৭০ টাকা।
তবে সয়াবিন তেল ও আটার দাম আগের মূল্যে থাকলেও চিনির দাম বেড়েছে বলে জানিয়েছেন নতুন বাজারের জসিম স্টোরের স্বত্বাধিকারী জসিম উদ্দিন। তিনি বলেন, চিনির বস্তাতে বেড়েছে ২০০ টাকা। আগে চিনি কিনতাম ৬৪০০ টাকা দিয়ে, এখন পাইকারি কিনি ৬৬০০ দিয়ে।