দায়িত্বভার গ্রহণ করায় মেয়র আনোয়ারুজ্জামানের প্রতি দানবীর ড. রাগীব আলীর অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১২:১৮:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : দায়িত্বভার গ্রহণ করায় সিলেটের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ, উপমহাদেশের প্রখ্যাত দানবীর, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি ড. রাগীব আলী। তিনি আশা প্রকাশ করেন, নতুন মেয়রের যোগ্য নেতৃত্বে সিলেটের সার্বিক উন্নয়ন আরো গতিশীল হবে।
দানবীর ড. রাগীব আলী বলেন, নতুন মেয়রকে ঘিরে প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর অনেক স্বপ্ন এবং প্রত্যাশা। সিলেটবাসীকে সাথে নিয়ে সেই প্রত্যাশা পূরণে আনোয়ারুজ্জামান চৌধুরী ইতিবাচক অবদান রাখবেন বলে আমি মনে করি।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে। নতুন মেয়রের হাত ধরে সিলেটে আরো ব্যাপক উন্নয়ন সাধিত হবে-এমন প্রত্যাশা সবার।
দানবীর ড. রাগীব আলী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।