অবরোধে সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস ও পরীক্ষা নেবে শাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১১:৪৯:২৮ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : হরতাল ও অবরোধ চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা বন্ধ থাকায় সাপ্তাহিক ছুটিতে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
উপ-উপাচার্য বলেন, শুক্র ও শনিবারসহ যে দিনগুলোতে হরতাল ও অবরোধ থাকবে না, ওই দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করবে। এ দিনগুলোতে বিভাগ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে ক্লাস ও পরীক্ষা নেবেন। এছাড়া আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে হরতাল অবরোধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিনি বাস চলাচল করবে।