কালী পূজাকে সামনে রেখে ১২ ও ১৩ নভেম্বর হরতাল-অবরোধ কর্মসূচি না দেয়ার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১২:১৬:০৪ অপরাহ্ন
শ্রীহট্ট পুরোহিত মন্ডলী, সিলেট-এর পক্ষে সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী এক বিবৃতিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর হরতাল-অবরোধ কর্মসূচি না দেয়ার জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী পূজা আগামী ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঐ দিন হরতাল-অবরোধ কিংবা পূজা আয়োজনে বিঘœ সৃষ্টি করে এমন কোন কর্মসূচি ঘোষণা করা হলে পূজা আয়োজন বিঘিœত হবে। এতে আমাদের অন্যতম ধর্মীয় এ উৎসবটি আয়োজন করা সম্ভব হবে না। যা আমাদেরকে মারাত্মকভাবে মর্মাহত করবে। তিনি শ্রীশ্রী কালী পূজা আয়োজনের সুবিধার্থে আগামী ১২ ও ১৩ নভেম্বর হরতাল-অবরোধ অথবা অন্য কোন রাজনৈতিক কর্মসূচি না দেয়ার জন্য আহবান জানান।-বিজ্ঞপ্তি