রিজভীর অভিযোগ
আওয়ামী লীগ নাশকতা করে বিএনপি’র ওপর দায় চাপাচ্ছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৩:৫৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘আওয়ামী লীগ নাশকতা করে তার দায় বিএনপির ওপর চাপাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা করতে বিরোধী দলের নেতা-কর্মীদের আবারও গুম করা হচ্ছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘বর্তমান সরকারের নেতারা অহর্নিশ কথা বলে যাচ্ছে। কারণ সংবাদমাধ্যম তো তাদের নিয়ন্ত্রণে। অনেক গণমাধ্যমকে জোর করে হুমকি দিয়ে সরকারের কথা প্রচারের নির্দেশ দিচ্ছে। তারাই নাশকতা ঘটিয়ে গণবিরোধী কর্মকা- করে বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে একচেটিয়া প্রচারণা চালাচ্ছে।’
তৃতীয় দফার অবরোধ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, ‘দেশ ও দেশের মানুষের নাগরিক স্বাধীনতা ও মালিকানা ফিরিয়ে আনা ও দেশ থেকে অনাচার, দুর্নীতি মুক্ত করার জন্য আবারও আজ ৮ ও আগামীকাল ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার টানা অবরোধ ঘোষণা করা হয়েছে। দলীয় নেতা-কর্মীসহ সকলকে এই স্বৈরশাহীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।’