নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ জন গুরুতর আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৬:৩১ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ঢাকা- সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে চলন্ত ট্রাকের ধাক্কায় পথচারী ও ভিক্ষুকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে। ২জনকে নবীগঞ্জ হাসপাতাল ও ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিলেটগামী একটি ট্রাক ঢাকা মেট্রো- (ট ১৮-০৩৩৫) ঢাকা- সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে আসা মাত্রই মহাসড়কের পাশে সিএনজি অটোরিক্সা থেকে যাত্রী নামানোর সময় রাস্তা সংলগ্ন ৩-৪টি দোকান-ঘরের ভিতরে সিএনজিকে ধাক্কা দিয়ে ভিতরে চলে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা ২-৩টি সিএনজিসহ দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় শ্রমিকরা ট্রাকটি জব্দ করেছেন। এ সময় চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। খবর পেয়ে স্থানীয় শ্রমিকনেতা, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।