নবীগঞ্জে এক সন্তানের জননী শ্লীলতাহানির শিকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৯:০৯ অপরাহ্ন
দুর্বৃত্তের বাড়িতে গ্রামবাসীর হামলা
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন। গ্রামের পাশের ফিশারিতে শাক তুলতে গেলে একই গ্রামের সারাজ উদ্দিনের পুত্র শামীম মিয়া(৩৮) তাকে জোরপূর্বক শ্লীলতাহানি এবং রক্তাক্ত জখম করে। ঘটনা জানাজানি হলে গ্রামবাসী ওই দুর্বৃত্তের বাড়িতে হামলা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারী ৪ বছরের এক কন্যা সন্তানসহ ইনাতগঞ্জের বাবার বাড়িতে থাকতেন। তার মা ভিক্ষা করে পরিবার চালান। গত বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ফিশারিতে কচু শাক তুলতে গেলে শামীম তাকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক শ্লীলতাহানি এবং রক্তাক্ত জখম করে।
তখন সেই পথে যাওয়ার সময় গ্রামের এক মহিলা দেখে ফেললে শামীম পালিয়ে যায়। পরে গ্রামবাসী ও আত্মীয়-স্বজন নির্যাতিতাকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। তিনদিন হাসপাতালে অবস্থান করে টাকার অভাবে চিকিৎসা না করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসেন নির্যাতিতা নারী। এদিকে ধর্ষণের খবরটি এলাকায় চাউর হলে পার্শ্ববর্তী ২/৩ টি গ্রামের মানুষ রাজনগর গ্রামে উপস্থিত হয়ে শামীমের বাড়িঘর ভাংচুর করেন। বর্তমানে শামীম পলাতক রয়েছে। নির্যাতিতার মা অভিযোগ করেন, ঘটনার পর তার মেয়ে রক্তাক্ত অবস্থায় ৩ ঘণ্টা পুলিশের অপেক্ষা করলেও পুলিশ বাড়িতে আসেনি। পরে মেয়েকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর এসআই আবু বকর বাড়িতে এসেছিলেন। ঘটনার ৫দিন অতিবাহিত হয়ে যাওয়ায় বিচার নিয়ে তিনি শঙ্কিত। এঘটনায় এখনো মামলা করেননি কেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্যাতিতার মা জানান ‘গরিব মানুষ, নুন আনতে পানতা ফুরায়। স্থানীয় মেম্বার বলেছেন মামলা করার দরকার নাই। আমি এই পাশবিক নির্যাতনের বিচার চাই। নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এক বিবৃতিতে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।