সরকারি মদন মোহন কলেজে অধ্যক্ষ পদে প্রফেসর মাহবুবুর রহমানের যোগদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৩:৪৩:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেট সরকারি মদন মোহন কলেজে প্রথম অধ্যক্ষ হিসাবে প্রফেসর মাহবুবুর রহমান গতকাল বুধবার যোগদান করেছেন। নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন, শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জয়ন্ত দাশসহ শিক্ষকবৃন্দ এবং বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যবৃন্দ স্বাগত জানান। পরে অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি শিক্ষক মিলনায়তনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
কলেজ উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন এর সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জয়ন্ত দাশ। শিক্ষক পর্ষদ, অফিস কর্মকর্তা, সহায়ক কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউট নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রফেসর মাহবুবুর রহমান ১৪ তম বিসিএস এর মাধ্যমে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি সিলেট বিভাগের স্বনামধন্য বিদ্যাপীঠ এমসি কলেজে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।