ফেঞ্চুগঞ্জে এমপি হাবিবুর রহমান হাবিব কুশিয়ারার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা বাস্তবায়িত হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৭:৩৩:৩৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙন রোধে স্থায়ী একটি প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
গতকাল বুধবার ফেঞ্চুগঞ্জে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, নাশকতা প্রতিরোধে জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ফেঞ্চুগঞ্জকে সাজাতে সুদূর পরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যে ফেঞ্চুগঞ্জে আরেকটি সারকারখানা নির্মাণের জন্য প্রধানমন্ত্রী একনেকের সভায় অনুমোদন দিয়েছেন। ফেঞ্চুগঞ্জ বাংলাদেশের মান চিত্রে আরো সমৃদ্ধশীল উপজেলায় রূপান্তরিত হবে। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা। উপজেলা একাডেমিক সুপারভাইজার সীমা সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন, অফিসার ইনচার্জ তদন্ত আরিফ হোসেন, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ইউনিয়ন
চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, ইউনিয়ন চেয়ারম্যান আহমেদ জিলু, ইউনিয়ন চেয়ারম্যান আবজাল হোসাইন, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোওয়াত করেন ইকবাল হোসেন এবং গীতা পাঠ করেন স্বপন মিশ্র। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির খান, আনসার ভিডিপি কর্মকর্তা মাহমুদুল হক, ফায়ার সার্ভিস ইনচার্জ নজরুল ইসলাম, ইউপি সদস্য রুহুল আমীন, ডালিয়া আক্তার তন্বী, ফাতেমা ইসলাম প্রমুখ।