মৌলভীবাজার জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৭:৩৫:১১ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক অন্যরা হলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, বিএনপি কর্মী তানভীর আহমদ, মো. ইনসান আলী ও নাইম আহমদ। গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের নিজ বাড়ি থেকে মো. ফখরুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান মৌলভীবাজারে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । তিনি বলেন, বাসা বাড়ীতে বিনাকারণে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে আটক করা হচ্ছে। তিনি নির্বিচারে গ্রেফতার বন্ধ করে অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।