সরকারের প্রশ্রয়ে পুলিশ মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করছে : রিজভী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৭:৫০:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সরকারের প্রশ্রয়ে পুলিশ মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করছে বলে মন্ত্রব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘সরকারের যে আস্কারা পুলিশ পাচ্ছে, তাতে তারা আরো উৎসাহী হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তা যারা আছেন তারা কখনোই চিন্তা করেছেন না যে তারা মাত্রাতিরিক্ত শক্তিই প্রয়োগ করে যাচ্ছেন গুলি, টিয়ারশেল দিয়ে। তারা ভাবছেনই না সেগুলো জনগণের পয়সায় কেনা।’
গতকাল বুধবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘অবরোধ কর্মসূচিতে আগের মতো সারাদেশে চালানো হয়েছে প্রবল বায়ু বয়ে যাওয়ার পুলিশি আক্রমণ। পুলিশ যেন একেবারে ধাবমান হয়েছে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে নেতাদেরকে ধরা, কর্মীদেরকে ধরা। না পেলে মা-বাবা, ভাই বা পরিবারের অন্য লোকগুলোকে নানাভাবে নাজেহাল হয়রানি করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে ঘরবাড়ি আসবাবপত্র। এটার কোনো ব্যতিক্রম নেই।’
বিএনপির নেতাকর্মীদের ঠিকানা হয় কারাগার, না হয় রাজপথ এমন মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা আরো বলেন, ‘সকল প্রতিকূলতা ও সকল ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বরণ করে রাজপথে দাঁড়াচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য দেশের হারানো গণতন্ত্র ফিরে না আসা এবং অবাধ সুষ্ঠু নির্বাচন না আসা পর্যন্ত তারা রাজপথে থাকবে। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।’
এ সময় রিজভী সারাদেশে গ্রেফতার ও মামলা, হামলার ঘটনায় বিবরণ তুলে ধরে অভিযোগ করে বলেন, ‘মাগুরায় এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’