নির্বাচনের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে আজ বৈঠকে বসছে ইসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৭:৫৭:৪৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
গতকাল বুধবার ইসি সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে।
সচিব বলেন, সাক্ষাতে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে।
সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, ‘তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এ সংক্রান্ত কমিশন সভা এখনো অনুষ্ঠিত হয়নি।’ নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১ নভেম্বর তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা কমিশন তৎকালীন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে ওই বছরের ৩ নভেম্বর কমিশন সভায় তফসিল চূড়ান্ত হয়। তফসিল ঘোষণা হয় ৮ নভেম্বর।
সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই হিসাবে আগামী বছরের ২৯ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।