রাজধানীতে সন্ধ্যার পর তিন বাসে আগুন, আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৭:৫৮:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে রাজধানীতে সন্ধ্যার পর তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, বাসে আগুন দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনসাধারণ।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর বনানী এলাকায় আরেকটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে জিগাতলার বিজিবি গেইটের সামনে রমজান পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কে বা কারা বাস তিনটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি।
বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন।
তিনি বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান আছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পৃথক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরেক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ১৭ মিনিটে জিগাতলার বিজিবি গেইটের সামনে রমজান পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।