জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের শান্তি সমাবেশ
কোনো ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা রোধ করা যাবে না ————————- শফিকুর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৯:০২:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা রোধ করা যাবেনা। জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তাদের নৈরাজ্য প্রতিরোধে স্বেচ্ছা-সেবকলীগ মাঠে আছে, মাঠে থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর পয়েন্টে সিলেট জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের ধ্বংসের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন।
তাদের অবরোধ কর্মসূচি ব্যর্থ হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব এনাম উদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিল এডভোকেট সালেহ আহমেদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিব মালদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পীযুষ কান্তি দাস, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মেট্টোপলিটন ইউনিভার্সিটির সভাপতি রিপন শেখ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল করির, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাই মিয়া, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিল ফজলে রাব্বি চৌধুরী মাছুম, সিলেট জেলা কৃষকলীগের অধ্যাপক সামসুল ইসলাম, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন চৌধুরী।