নবীগঞ্জে উপজেলা বিএনপি’র আহবায়কসহ গ্রেফতার ৩ ৪টি পেট্রোল বোমা উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৯:২৮:৪০ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টায় উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের উপর গাড়ির টায়ারে আগুন ধরিয়ে অবরোধ পালন করে পিকেটাররা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
পুলিশের অভিযানে পিকেটাররা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের কাছে একটি খাল থেকে ৪টি পেট্রোল বোমা এবং বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করে। এ ঘটনায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম (৩৪), রিপন মিয়া ও নবীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী (৭০) । বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারার মামলার আসামী হিসাবে বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃতসহ এজাহারনামীয় আসামী করা হয়েছে ১৫ জনকে। অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী।