২ দিন বিরতি দিয়ে ফের চতুর্থ দফায় অবরোধের ঘোষণা বিএনপির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৯:৪৮:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কারাবন্দীদের মুক্তির দাবিতে চতুর্থ দফায় আগামী রোববার ও সোমবার টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
এদিকে, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে চতুর্থ দফায়ও সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।