‘তফসিল ঘোষণা করলে সংঘাত আরো বৃদ্ধি পাবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৪:২৭:২৫ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক কার্যনির্বাহী বৈঠক গতকাল শুক্রবার রাতে মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহানগরের সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্ব বৈঠকে বক্তারা বলেছেন, দেশের সিংহভাগ নিবন্ধিত রাজনৈতিক দলের দাবির তোয়াক্কা না করে দ্বাদশ সংসদ নির্বাচনের দিকে অগ্রসর হলে সংকট আরো বাড়বে। তাই বিরোধী দলগুলোর দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
শাখার সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ-সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা আসআদ উদ্দীন, সহ সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, ত্রাণ ও সমাজ মোঃ নুরুজ্জামান আহমদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফেজ মুহসিন আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসাইন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল বারী, অর্থ সম্পাদক মাওলানা ক্বারি মুহিবুর রহমান রনি, সহ অর্থ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সহ দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসাইন, সদস্য মোঃ আব্দুল জাহের, মোঃ আরিফ রহমান, আল আমিন, হামজা প্রমুখ।-বিজ্ঞপ্তি