ইটভাটার পরবিশে দূষণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৫:০৭:৩৭ অপরাহ্ন
একজন মানুষকে ভালোবাসার চয়েে তাকে সম্মান ও বশ্বিাস করা অনকে বশেি জরুর।ি
ইটভাটার পরবিশে দূষণ থামছে না। পরবিশে সম্মত পদ্ধততিে ইট পড়োনোর সরকারি নর্দিশেনা উপক্ষো করছে ইটভাটার মালকিরো। কোন ধরণরে অনুমতি ছাড়াই চালয়িে যাচ্ছে এই ব্যবসা। একটি জরপিরে তথ্য হচ্ছ,ে দশেরে ইটভাটাগুলোর মধ্যে ৮০ শতাংশরেই বধৈ র্কতৃপক্ষরে অনুমতি নইে। আর বধৈ ও অবধৈ ইটভাটার ৯০ শতাংশইে পোড়ানো হচ্ছে কাঠ। আর অবধৈ ইটভাটার প্রায় ৯০ শতাংশ তনি ফসলি জমতিে গড়ে তোলা হয়ছে।ে আর ৬০ শতাংশ ইটভাটা গড়ে তোলা হয়ছেে শক্ষিা প্রতষ্ঠিানরে লাগোয়া।
সরকাররে অনুমতি ছাড়া ইটভাটা গড়ে ওঠছেে সারা দশে।ে এতে পোড়ানো হচ্ছে কাঠ। ধ্বংস হচ্ছে বনসম্পদ। বর্পিযয় ঘটছে পরবিশে।ে ফসলি জমরি মাটি দয়িে ইট তরৈি করায় জমরি র্উবরতা কমছ।ে অথচ পরবিশে সংরক্ষণ আইন-২০১০ ও ইটভাটা নয়িন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ি সংরক্ষতি ও রক্ষতি বন, সটিি করপোরশেন, মউিনসিপ্যিালটি,ি আবাসকি এলাকা, ফলরে বাগান ও উপজলো সদররে সীমানার তনি কলিোমটিাররে মধ্যে ইটভাটা করা যাবে না। আইন অনুযায়ি তনি ফসলি জমি এবং শক্ষিাপ্রতষ্ঠিানরে পাশওে ইটভাটা করা যাবে না। ইটভাটার জন্য ফসলি জমরি মাটি কাটা যাবে না। ইটভাটায় কোনোভাবইে কয়লার পরর্বিতে কাঠ পোড়ানো যাবে না। এসব নয়িমরে ব্যত্যয় ঘটলে র্সবােচ্চ তনি বছররে কারাদ- বা তনি লাখ টাকা জরমিানা অথবা উভয় শাস্তি হওয়ার বধিান রয়ছে।ে আর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নয়িন্ত্রণ (সংশোধন) অধ্যাদশে, ২০১৮ আইন অনুযায়ি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হসিবেে কাঠরে ব্যবহার সম্পূণ নষিদ্ধি করা হয়ছে।ে এ ছাড়াও আইন অনুযায়ি ইটভাটা স্থাপন ও পরচিালনার ক্ষত্রেে উন্নত প্রযুক্তি সম্পন্ন, জ্বালানি সাশ্রয়ি এবং গ্রহণযোগ্য মাত্রায় বায়ু দূষণ হয় এমন পদ্ধতরি ইটভাটা স্থাপনরে বধিান করা হয়ছে
।ে কন্তিু বাস্তবে এইসব আইনরে র্কাযকারতিা নইে। মূলত পরবিশে অধদিপ্তর এবং জলো প্রশাসনকে ম্যানজে করইে চলছে ইটভাটা ব্যবসা। ইটভাটার কবল থকেে জমি রক্ষার জন্য সরকার মাটি পুড়য়িে ইট তরৈকিে নরিুৎসাহতি করছে।ে কন্তিু সরকারি র্পয়ায়ইে মাটি কটেে পোড়ানো ইটরে চাহদিা কমে ন।ি চাষরে জমি রক্ষার জন্য ২০১৯ সালরে ২৪ নভম্বের সরকাররে পরবিশে, বন ও জলবায়ু মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি কর।ে ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪-২৫ র্অথবছররে মধ্যে সারা দশেে শতভাগ সরকারি নর্মিাণ, মরোমত ও সংস্কার কাজে ভবনরে দয়োল ও সীমানা প্রাচরি তরৈ,ি হরেংি বোন বন্ড রাস্তা ও গ্রাম্য সড়ক তরৈতিে ইটরে বকিল্প কংক্রটিরে ব্লক ব্যবহার করতে হব।ে পরকিল্পনা অনুযায়ি ২০২৩-২৪ র্অথবছরে ৮০ শতাংশ আর তার পররে র্অথবছরে শতভাগ নর্মিাণকাজে কংক্রটিরে ব্লক ব্যবহার করার কথা রয়ছে।েকন্তিু বাস্তবে এই পরকিল্পনা কতোটুকু বাস্তবায়তি হচ্ছ,ে সটোই বড় প্রশ্ন।
ইটভাটায় ইট তরৈরি র্পূণ মওসুম চলছে এখন। দশেরে আনাচে কানাচে অসংখ্য ইটভাটা গড়ে ওঠছে,ে যগেুলো কোন ধরণরে আইন কানুনরে ধার ধারে না। তারা কাঠ পুড়য়িে ফসলি জমরি মাটি দয়িে তরৈি করছে ইট। আর সইে ইট ব্যবহার করা হচ্ছে সরকারি নর্মিাণকাজওে। এই অবস্থায় প্রথমে সরকারি কাজে ইটরে ব্যবহার বন্ধ করতে হব।ে তাছাড়া, অবধৈ ইটভাটা তো অবশ্যই, বধৈ ভাটাগুলোও যাতে মাটি পুড়য়িে ইট তরৈি বন্ধ করে কংক্রটি ব্লক তরৈরি দকিে ঝুঁকে সটো নশ্চিতি করতে হব।ে