সিলেটে ‘এলিট ১০কে’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৬:৪৩:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : এলিট কিন্ডারহাউস, এলিট কারাতে ও এলিট রানারস এর আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর সহযোগিতায়, সিলেট নগরীর সাগরদীঘির পাড় সড়ক থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার দূরত্বের মিনি ম্যারাথন প্রতিযোগিতা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বিয়ানীবাজার, কুমিল্লা এবং ঢাকা থেকে ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
‘এলিট ১০কে’ মিনি ম্যারাথন অনুষ্ঠানটিতে অতিথি দৌড়বিদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটান পুলিশ এর নবনিযুক্ত অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে উৎসাহ প্রদান পূর্বক স্বাস্থ সচেতনতার অংশ হিসেবে দৌড় এর গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন রানিং কমিউনিটির সিনিয়র রানারবৃন্দ বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ অংশে ‘এলিট ১০কে’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী এম্বাসেডরবৃন্দ, রান মোটিভেটরবৃন্দ, জাতীয় পতাকা বহনকারী দৌড়বিদ, এলিট কারাতের পতাকা বহনকারী দৌড়বিদ এবং সিলেট বিভাগের কয়েকজন সিনিয়র রানারবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ১০ কিলোমিটার পুরুষ সাধারণ ক্যাটাগরিতে যথাক্রমে চ্যাম্পিয়ন, ১ম রানার-আপ, ২য় রানার-আপ পুরস্কার অর্জন করেন দ্বীপ তালুকদার, ফাহিম মোহাম্মদ আরমান ও আমির উদ্দিন।
১০ কিলোমিটার পুরুষ বয়স্ক ক্যাটাগরিতে যথাক্রমে চ্যাম্পিয়ন, ১ম রানার-আপ, ২য় রানার-আপ পুরস্কার অর্জন করেন বিশ্বজিৎ দাস, আকরামুল ইসলাম ও জিয়া উদ্দিন।
১০ কিলোমিটার মহিলা সাধারণ ক্যাটাগরিতে যথাক্রমে চ্যাম্পিয়ন, ১ম রানার-আপ, ২য় রানার-আপ পুরস্কার অর্জন করেন মুভি সূত্রধর, তাসনিয়া তিথি এবং মুনতাহা মুনা। ১০কিলোমিটার মহিলা বয়স্ক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেন শাহ তামান্না সিদ্দিকা।