স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ভবনের উদ্বোধন
দেশে সংঘাত সৃষ্টি করে কেউ ক্ষমতায় যাবার স্বপ্ন দেখলে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে —–মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৬:৫৩:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : ছাতকের পীরপুর শুকুরুন্নেচ্ছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ভবনের উদ্বোধন, পীরপুর বাজার উন্নয়ন, খাগামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি।
গতকাল শুক্রবার বিকালে এসব উন্নয়ন কাজের উদ্বোধন শেষে শুকুরুন্নেচ্ছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উন্নয়নে বিশ্বাসী। এ দেশের মানুষ উন্নয়ন চায়। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশের সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ। যারা হরতাল, জ্বালাও পোড়াও করে সরকারি ও বেসরকারি সম্পদ নষ্ট করছে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সংঘাত করে কেউ ক্ষমতায় যাবার স্বপ্ন দেখলে তাদের জন্য তা ভুল হবে। এমপি মানিক বলেন, শেখ হাসিনা শুধু সরকারই নয়, মধ্য এশিয়ায় উন্নয়নের এক মডেল হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। কাজেই দেশ ও জাতির প্রয়োজনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। তিনি বলেন, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন দেশবরেণ্য আলোকিত একজন মানুষ। এজন্য তাঁর নামেই ভবনের নামকরণ করা হয়েছে।
শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুত কমিটির আহবায়ক ফজলুর রহমান, পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, প্যানেল মেয়র তাপস চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আফজাল হোসেন, আব্দুস সামাদ, মনিরুজ্জামান সেলিম, ফারুক আহমদ সরকুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন, গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান। সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রশিদ আহমদ, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুল
বারী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, এডভোকেট আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু হানিফা সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, এনামুল হক, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছমরু মিয়া, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, দোলার বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক আসকর আলী মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরজ আলী, মিজানুর রহমান, নিয়ামত আলী, পাভেল আহমদ, সাবেক মেম্বার রাজন তালুকদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম রায়হান, ব্যবসায়ী মখলিছুর রহমান, আবুল বাশার মাস্টার জমির হোসেন,আওয়ামীলীগ নেতা সুজন মিয়া, সুরেতাজ মেম্বার, ছালিক মিয়া, আব্দুল মজিদ, আলমগীর হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, আব্দুল মতিন প্রমুখ।