৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপি-জামায়াতসহ সকল ষড়যন্ত্র মোকাবেলায় সিলেটে যুবলীগ যথেষ্ট ———– শফিকুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ১২:৪০:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক: ১১ নভেম্বর ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ। পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
এদিকে, সিলেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার জেলা ও মহানগর যুবলীগ পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া বিভিন্ন উপজেলায় যুবলীগের অনুরূপ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
জেলা যুবলীগ: সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। পরে নেতৃবৃন্দ জেলা পরিষদে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প শ্রদ্ধা নিবেদন করেন।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, যুবলীগ একটি সুসংগঠিত শক্তিশালী সংগঠন। বিএনপি-জামায়াতসহ সকল দেশী-বিদেশী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সিলেটে যুবলীগই যথেষ্ট। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
মহানগর যুবলীগ: সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে সংগঠনের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা দু’টায় নগরীতে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। এর আগে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। এ সময় তিনি সিলেট মহানগর যুবলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও সমাজের ভবিষ্যতের রূপকার হবে যুবলীগ। অতীতের ন্যায় আগামীতেও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রহরী হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
জগন্নাথপুর: জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে র্যালি, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, সহ সম্পাদক বকুল গোপ, সদস্য জাহাঙ্গীর খান, আকমল হোসেন ভূঁইয়া, সাফরুজ ইসলাম রুনু, লুৎফর রহমান খেলু, সেলিম আহমদ, লিটন মিয়া, মুহিবুর রহমান, রাজীব তালুকদার, জাকির হোসেন, আব্দুল আহাদ দুলন, আব্দুল কাইয়ুম, লিটন আহমদ, নুরুজ্জামান, গোলাম রাব্বানী, কামরুল বক্স, রান্টু দাশ, তাজ উদ্দিন, সাব্বির আহমদ, মাহবুব, ছবির খান, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আজির উদ্দিন, শেখ সুজন, সাইদুল হক, সালাতুর রহমান, রোমেন আহমেদ প্রমুখ।
চুনারুঘাট: চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে শহীদ মিনারে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কর্তন, আলোচনা সভা ও পৌরশহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর (রিমন), চুনারুঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কবির, মর্তুজ আলী সরদার, ছারোয়ার আলম আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, ক্রীড়া সম্পাদক আনোয়ার খান জামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আরমান প্রমুখ।
গোলাপগঞ্জ: সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ এর তত্ত্বাবধানে গতকাল শনিবার বাদ আছর গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে কেক কেটে সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সমসির আহমদ চৌধুরী, সিলেট জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছুটন, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো: হিফজুর রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, উপজেলা যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, সুলেমান আহমদ, সুলতান আহমদ, লুকমান আহমদ, মো: নাজিম উদ্দীন, উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রানা, ধর্ম সম্পাদক সুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আবজল হোসেন, মাহিদ আহমদ, জুবের আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আমান উদ্দিন, হোসাইন আহমদ, রেদওয়ান আহমদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া আহমদ লাকি, ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু সাইদ, পৌর ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ প্রমুখ।