বাকবিশিস’র বিভাগীয় কর্মশালা
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ১:০৪:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে সংবিধানের চার মূলনীতির আলোকে দেশপ্রেমিক, নৈতিকগুণসম্পন্ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়েছেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদরা। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর দিনব্যাপী সিলেট বিভাগীয় কর্মশালায় তাঁরা এ আহবান জানান।
গতকাল শনিবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ‘শিক্ষা ও শিক্ষা আন্দোলন’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার সকাল দশটায় এ কর্মশালার উদ্বোধন করেন।
বাকবিশিস এর আদর্শ ও উদ্দেশ্যভিত্তিক গণমুখী, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন এবং অতীত ও বর্তমান শিক্ষা আন্দোলনের উপর কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় শিক্ষা বিষয়ক ৪টি প্রবন্ধ উত্থাপিত হয় এবং তার উপর অংশগ্রহণকারী শিক্ষকরা বিভিন্ন প্রশ্ন করেন।
‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ-জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নে শিক্ষকদের দায়বদ্ধতা, মর্যাদা ও অধিকার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার, ‘শিক্ষা ও শিক্ষকদের দায়বদ্ধতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণের সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন ও ‘চতুর্থ শিল্প বিপ্লব ও শিক্ষক-শিক্ষার্থী সমাজের প্রস্তুতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাসের সভাপতিত্বে এবং সিলেট জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্নার যৌথ সঞ্চালনায় কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু, বাকবিশিস সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, বাকবিশিস সিলেট মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবিদুর রহমান, বাকবিশিস সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না।
আলোচকবৃন্দ তাদের আলোচনায় দেশ-জাতি ও মানুষের কল্যাণ ও উন্নয়নে দেশপ্রেমিক নৈতিকগুণসম্পন্ন এবং অসাম্প্রদায়িক চেতনার প্রজন্ম গড়ার তাগিদ দেন। বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন অসম বিশ্বায়নের প্রতিযোগিতায় বাংলাদেশকে উন্নয়নের জন্য ৪র্থ শিল্প বিপ্লবের সমস্যা মোকাবিলায় দক্ষ প্রজন্ম গড়ে তোলার আহবান জানান তাঁরা। ধন্যবাদ জ্ঞাপন করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।